তা’মীরুল মিল্লাতের সাদ পেলেন যুক্তরাষ্ট্রের ৩ কোটি টাকার বৃত্তি
                    
            
            তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার (যাত্রাবাড়ী ক্যাম্পাস) মেধাবী শিক্ষার্থী সাদ আল আমিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য পেয়েছেন তিন কোটি টাকার শিক্ষাবৃত্তি (স্কলারশিপ)। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা নক্স কলেজে (Knox College) উচ্চশিক্ষার এই সুযোগ পেয়েছেন তিনি।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার যাত্রাবাড়ী ক্যাম্পাসের অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানি।
তিনি বলেন, সাদ আমাদের মাদ্রাসায় ছোটবেলা থেকেই পড়াশোনা করে আলিম পাস করেছে। নিজের চেষ্টা আর পরিশ্রমের কারণে সে আজ এই সাফল্য অর্জন করেছে। আমি তার জন্য দোয়া করি।
প্রাতিষ্ঠানিক সফলতা নিয়ে তিনি বলেন, আমাদের মাদ্রাসা থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। সাদও তাদের মধ্যে একজন, যে যুক্তরাষ্ট্রের মতো দেশে বিশাল অঙ্কের বৃত্তি নিয়ে পড়তে যাচ্ছে। সে সেখানে পিএইচডি ডিগ্রিও অর্জন করবে বলে জানান তিনি।
জানা গেছে, ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় মেধাবী ও পরিশ্রমী ছিলেন সাদ। ২০২৩ সালে তা’মীরুল মিল্লাত থেকে কৃতিত্বের সঙ্গে আলিম পাস করেন তিনি। এবার ৩ কোটি টাকা সমমূল্যের শিক্ষাবৃত্তি (স্কলারশিপ) অর্জন করে নক্স কলেজের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছেন।
সাদ অসাধারণ মেধা, কঠোর পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে এই অনন্য অর্জন সম্ভব করেছেন বলে মনে করছেন তা’মীরুল মিল্লাতের শিক্ষকরা। সাদের সাফল্যে তা'মীরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষক, গভর্নিং বডির সদস্য ও সহপাঠীরা তাকে নিয়ে গর্বিত।
সাদ আল আমিনের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গেছে, তিনি একজন বাংলাদেশি সংগীতশিল্পী, চলচ্চিত্র নির্মাতা এবং গ্রাফিক ডিজাইনার। তিনি এখন বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
৩ কোটি টাকার বৃত্তি পাওয়ার বিষয়ে সাদ আলামিন গণমাধ্যমকে বলেন, আমার পাশে পরিবার, টিম আর শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা সব সময় ছিল। তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।
ইচ্ছা আর চেষ্টা থাকলে স্বপ্ন সত্যি হবেই, এমনটা সংকল্প করে তিনি বলেন, যদি ঢাকার এক মধ্যবিত্ত ঘরের ছেলে হয়েও আমি আজ স্বপ্ন বাস্তবায়নের পথে পা রাখতে পারি, তবে আপনিও পারবেন—হোক সেটা বান্দরবানের পাহাড়ে থাকা কোনো কুঁড়েঘর থেকে কিংবা হাজার বৈষম্যের শিকার হওয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে।
উল্লেখ্য, নক্স কলেজ যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের গ্যালসবার্গে অবস্থিত একটি বেসরকারি লিবারেল আর্ট কলেজ। এটি ১৮৩৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ৬০টিরও বেশি কোর্সে পড়ার সুযোগ দিয়ে থাকে।                    
                    
        
        
 5 months ago
                        179
                        5 months ago
                        179
                    








 English (US)  ·
                        English (US)  ·