তাইওয়ানে ক্ষমতায় ‘চীনপন্থি’ বিরোধী নেত্রী চেং লি-উন
তাইওয়ানের প্রধান বিরোধী দল কুওমিনতাং (কেএমটি)-এর নতুন নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন চেং লি-উন। শনিবার (১ নভেম্বর) দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি সতর্ক করে বলেন, তাইওয়ান এখন মারাত্মক সামরিক ঝুঁকিতে রয়েছে।
২০১৬ সালে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) ক্ষমতায় আসার পর থেকে চীন ও তাইওয়ানের মধ্যে সরকারি যোগাযোগ বন্ধ রয়েছে। বেইজিং তাইওয়ানকে নিজের অংশ দাবি করে নিয়মিত সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে।
দায়িত্ব নেওয়ার পর চেং লি-উন বলেন, তাইওয়ানের নিরাপত্তা প্রতিদিন যুদ্ধের হুমকির মুখে। আমরা বেইজিংয়ের সঙ্গে শান্তির নতুন যুগ শুরু করতে চাই।
৫৫ বছর বয়সী চেং লি-উন সাবেক দলীয় চেয়ারম্যান এরিক চু’র স্থলাভিষিক্ত হয়েছেন। কেএমটি জানিয়েছে, তিনি চীন-তাইওয়ান সংলাপ পুনরায় শুরু করার চেষ্টা করবেন, তবে এখনো কোনো নির্দিষ্ট নীতি বা চীন সফরের পরিকল্পনা ঘোষণা করা হয়নি।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চেংকে অভিনন্দন জানিয়েছেন। কেএমটির উপ-চেয়ারম্যান হসিয়াও সু-সেনও চীনের তাইওয়ান বিষয়ক দপ্তরের প্রধান সং তাও’র সঙ্গে সাক্ষাৎ করেছেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রধান অস্ত্র সরবরাহকারী হিসেবে ২০২৩ সালের পর থেকে একাধিক প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে। ডিপিপি সরকার প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে সামরিক সক্ষমতা জোরদারের উদ্যোগ নিয়েছে। কেএমটির মতে, এতে বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

5 hours ago
9









English (US) ·