তানজানিয়ায় ৯৮ শতাংশ ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট সামিয়া

15 hours ago 5

তানজানিয়ায় বিতর্কিত নির্বাচন ঘিরে দেশজুড়ে বিক্ষোভ চলছে। এ বিক্ষোভে সরকারি বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের তথ্য প্রকাশ্যে আসছে। সেই সঙ্গে শত শত মানুষ নিহতের আশঙ্কা সত্যে পরিণত হচ্ছে। এমন টালমাটাল পরিস্থিতিতে তানজানিয়ার নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে। 

শনিবারের (১ নভেম্বর) ওই ঘোষণায় জানা যায়, ৯৮ শতাংশ ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সামিয়া সুলুহু হাসান। এরপর তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করে নতুন সরকারের ঘোষণাও দিয়েছেন।

ঘোষণা অনুযায়ী, বুধবারের নির্বাচনে ৩ কোটি ২০ লাখ ব্যালট কাস্ট হয়। প্রধান নির্বাচন কমিশনার জ্যাকবস এমওয়ামবেগেলে আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, মোট ভোটারের ৮৭ শতাংশ ভোট পড়েছে। নিরঙ্কুশভাবে সামিয়া নির্বাচিত।

এবারের নির্বাচনে বিরোধী দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। এ নিয়ে দেশটিতে বিক্ষোভ চলছে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিরোধী দল চাদেমা পার্টির মুখপাত্র জন কিতোকা বলেছেন, দার-এস-সালামে প্রায় ৩৫০ জন এবং এমওয়ানজাতে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। যদি অন্যান্য জায়গার নিহতের সংখ্যা আমরা যোগ করি, তাহলে এটি প্রায় ৭০০ জন হবে। নিরাপত্তা বাহিনীর একটি সূত্রও হতাহতের একই সংখ্যা জানিয়েছে বলে উল্লেখ করেছে এএফপি।

তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তারা অন্তত ১০০ জন নিহত হওয়ার তথ্য পেয়েছে।

Read Entire Article