তারকা ক্রিকেটারকে অধিনায়কের দায়িত্ব দিল নাইট রাইডার্স

7 hours ago 6

ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে আইএল টি-টোয়েন্টির নতুন আসর। তার আগেই বড় পরিবর্তন এনেছে আবুধাবি নাইট রাইডার্স। দলটির নেতৃত্ব থেকে সুনিল নারাইনকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার জেসন হোল্ডারকে। রোববার (০২ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

গত আসরে নাইট রাইডার্সের হয়ে খেলার সময় দারুণ পারফর্ম করেছিলেন হোল্ডার। ব্যাটে-বলে সমান দক্ষতা দেখিয়ে ১০ ইনিংসে নিয়েছিলেন ১৭ উইকেট, পাশাপাশি ব্যাট হাতে ১২৬ স্ট্রাইকরেটে করেছিলেন ১৮০ রান। এবার মাঠের পারফরম্যান্সের সঙ্গে যুক্ত হলো দলের নেতৃত্বের অতিরিক্ত দায়িত্বও।

অন্যদিকে, নারাইনের নেতৃত্বে আগের আসরগুলোতে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় নাইট রাইডার্স। সর্বশেষ মৌসুমে ১০ ম্যাচে মাত্র ৩টি জয় পায় তারা, হারতে হয় সাত ম্যাচে। পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ হয় তাদের অভিযান। ২০২৩ ও ২০২৪ সালের আসরেও একই চিত্র দেখা যায়। হতাশাজনক সেই ধারাবাহিকতার পর ফ্র্যাঞ্চাইজিটি সিদ্ধান্ত নেয় নেতৃত্বে পরিবর্তন আনার।

হোল্ডারের নেতৃত্বে এবার শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে নাইট রাইডার্স। দলে আছেন আন্দ্রে রাসেল, লিয়াম লিভিংস্টোন, ফিল সল্ট ও শেরফেন রাদারফোর্ডের মতো তারকা ক্রিকেটাররা। নতুন অধিনায়কের নেতৃত্বে নাইট রাইডার্সের মিশন শুরু হবে আগামী ৩ ডিসেম্বর। প্রথম ম্যাচে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে হোল্ডারের দল।

Read Entire Article