নির্বাচন কমিশন (ইসি) থেকে আমজনতার দলের নিবন্ধনের দাবিতে আমরণ অনশন চালিয়ে যাওয়া সংগঠনটির সদস্যসচিব তারেক রহমানের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সেই সঙ্গে তিনি দলটিকে নিবন্ধন দেওয়ার জোর দাবি জানিয়েছেন।
রোববার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অনশনরত তারেককে দেখতে গিয়ে তিনি এ দাবি জানান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক বলেন, ‘যার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে, তার দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। অথচ তারেকের দলকে দেয়নি। তারেকের দলকে নিবন্ধন না দেওয়া হলে, যেসব দলকে নিবন্ধন দেওয়া হয়েছে সেগুলো রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে।’
আরও পড়ুন
টানা অনশনে অসুস্থ তারেক রহমান, চলছে স্যালাইন
তারেককে অনশন ভেঙে আপিল করার আহ্বান ইসি সচিবের
‘আমি আজকে তারেক রহমানের প্রতি সহমর্মিতা জানাতে এসেছি। তার পাশে সহযোদ্ধা হিসেবে রয়েছি এবং আমরা জোরালো দাবি জানাচ্ছি, অবিলম্বে তার দলের নিবন্ধন দিতে হবে,’ যোগ করেন তিনি।
তারেক বলছেন যে দুই ছাত্র উপদেষ্টার কারণে না কি তার দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ‘এটা আমি অস্বীকার করবো না। উড়িয়ে দেওয়ারও কোনো সুযোগ নেই। কারণ তিনি যথেষ্ট সমালোচক ছিলেন এই সরকারের। তারেক রহমান সমালোচনা করে গেছেন। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলেছেন। তাই এটা উড়িয়ে দেওয়া যায় না যে, রাজনৈতিক কোনো শক্ত প্রতিপক্ষ দাঁড়িয়ে যায় কি না। যেহেতু তারা সমবয়সী একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এসেছেন, সেটি একটি কারণ হতে পারে।’
এমওএস/একিউএফ/জিকেএস

4 hours ago
2









English (US) ·