মসজিদে প্রবেশ করে দুই রাকাত নফল নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন মহানবী (সা.)। আবু কাতাদাহ (রা.) থেকে বৰ্ণিত মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন, আপনাদের কেউ মসজিদে প্রবেশ করলে দুই রাকাত নামাজ আদায় করার আগে যেন না বসে। (সহিহ বুখারি)
আবু কাতাদা (রা.) বলেন, একদিন আমি মসজিদে গিয়ে দেখলাম মহানবী (সা.) সাহাবিদের সঙ্গে বসে আছেন। আমিও তাদের সঙ্গে বসে পড়লাম। মহানবী (সা.) আমাকে বললেন, দুই রাকাত নামাজ আদায় না করে বসে পড়লেন কেন? আমি বললাম, সবাই বসে আছে তাই আমিও বসে পড়লাম। মহানবী (সা.) বললেন, যখন আপনাদের কেউ মসজিদে প্রবেশ করেন, তখন দুই রাকাত নামাজ আদায়ের আগে বসবেন না। (সহিহ মুসলিম)
এ নামাজকেই ‘দুখুুলুল মসজিদ’ বা ‘তাহিয়্যাতুল মসজিদ’ বলা হয়। তাহিয়্যা অর্থ স্বাগত বা অভিবাদন জানানো এবং দুখুল অর্থ প্রবেশ করা। মসজিদে প্রবেশ করেই এ নামাজ আদায় করা হয় দেখে এটিকে ‘দুখুলুল মসজিদ’ বলা হয়, মসজিদকে স্বাগত জানিয়ে আদায় করা হয় দেখে ‘তাহিয়্যাতুল মসজিদ’ বলা হয়।
তাহিয়্যাতুল মসজিদের নিয়ত ও নিয়ম
দুখুলুল মসজিদ আদায়ের জন্য দাঁড়িয়ে মনে মনে বা মুখে উচ্চারণ করে এভাবে নিয়ত করবেন, ‘আমি দুই রাকাত দুখুলুল মসজিদ আদায় করছি’।
তারপর তাকবিরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। তারপর অন্যান্য নফল নামাজের মতই সানা পড়বেন, সুরা ফাতেহা পড়বেন, সুরা মেলাবেন, একটি রুকু, কাওমা ও দুটি সিজদা আদায় করবেন। একইভাবে দ্বিতীয় রাকাত আদায় করে বৈঠক করবেন এবং সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন।
তাহিয়্যাতুল মসজিদ সংক্রান্ত কিছু মাসআলা
প্রশ্ন: নামাজের নিষিদ্ধ সময়ে তাহিয়্যাতুল মসজিদ আদায় করবো?
উত্তর: না, নামাজের নিষিদ্ধ ওয়াক্তে তাহিয়্যাতুল মসজিদ আদায় করবেন না। নামাজের মাকরুহ ওয়াক্তেও তাহিয়্যাতুল মসজিদ আদায় করবেন না। মাকরুহ ও নিষিদ্ধ ওয়াক্ত ছাড়া অন্যান্য সময় মসজিদে প্রবেশ করলে তাহিয়্যাতুল মসজিদ আদায় করবেন।
প্রশ্ন: তাহিয়্যাতুল মসজিদ আদায় করা কি ওয়াজিব? আদায় না করলে গুনাহ হবে?
উত্তর: না, তাহিয়্যাতুল মসজিদ আদায় করা সুন্নত, ওয়াজিব নয়। তাহিয়্যাতুল মসজিদ আদায় না করলে গুনাহ হবে না।
প্রশ্ন: ফজরের ওয়াক্তে মসজিদে প্রবেশ করলে তাহিয়্যাতুল মসজিদ আদায় করবো?
উত্তর: ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার পর ফজরের দুই রাকাত সুন্নত ছাড়া অন্য নফল নামাজ পড়তে নিষেধ করেছেন রাসুল (সা.)। এ সময় নফল নামাজ পড়া মাকরুহ। আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, সুবহে সাদিক হওয়ার পর দুই রাকাত সুন্নত ছাড়া কোনো নামাজ নেই। (মুসান্নাফে আবদুর রাজ্জাক)
তাই ফজরের ওয়াক্তে মসজিদে ঢুকলে ফজরের সুন্নত পড়া যেতে পারে। সুন্নত পড়া হয়ে গেলে ফজরের জামাতের জন্য অপেক্ষা করতে হবে।
প্রশ্ন: মসজিদুল হারামে তাওয়াফের জন্য ঢুকলে কি তাহিয়্যাতুল মসজিদ আদায় করবো?
উত্তর: মসজিদুল হারামে প্রবেশকারীদের জন্য সব সময় তাহিয়্যাতুল মসজিদ হিসেবে নামাজ আদায় করা সুন্নত নয়। কেউ যদি তাওয়াফের উদ্দেশ্যে মসজিদুল হারামে প্রবেশ করে, তার জন্য তাওয়াফই ‘তাহিয়্যাতুল মসজিদ’ গণ্য হয়। তার ক্ষেত্রে তাওয়াফের আগে দুই রাকাত ‘তাহিয়্যাতুল মসজিদ’ নামাজ আদায়ের হুকুম নেই।
হজরত আয়েশা (রা.) বলেন, নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন মসজিদুল হারামে প্রবেশ করতেন, তখন সর্বপ্রথম অজু করতেন তারপর তাওয়াফ করতেন। (সহিহ বুখারি)
ওএফএফ/এমএস

9 hours ago
3









English (US) ·