তিস্তা নদী রক্ষার দাবিতে শিক্ষার্থীদের ব্যতিক্রমী ফ্ল্যাশ মব

18 hours ago 8

‎তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এক ব্যতিক্রমী ফ্ল্যাশ মব ও মানববন্ধন করেছে লালমনিরহাটের তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন জেন-জি। ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে বুধবার (২৯ অক্টোবর) সকালে লালমনিরহাটের মিশন মোড় চত্বরে ওই ‎কর্মসূচি পালন করেন একদল তরুণ।

আয়োজনে নাচ, অভিনয় ও প্রতীকী প্রদর্শনের মাধ্যমে তিস্তা নদীর সংকট, মানুষের জীবিকা হারানোর আশঙ্কা এবং নদী রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। এতে লালমনিরহাটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও স্বেচ্ছাসেবী তরুণরা অংশগ্রহণ করেন।

আগামী জাতীয় নির্বাচনের আগেই তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরুর দাবি জানিয়ে, মানববন্ধনে বক্তারা বলেন, তিস্তা নদী শুধু একটি নদী নয়—এটি উত্তরবঙ্গের জীবন, কৃষি, সংস্কৃতি ও ভবিষ্যতের প্রতীক। নদী বাঁচানো মানেই আমাদের অস্তিত্ব রক্ষা করা। ‎তিস্তা নদী এই অঞ্চলের মানুষের জীবনের অংশ, ইতিহাস ও সংস্কৃতির শিকড়। এক সময় এই নদী ছিল কৃষির উৎস, ছিল অর্থনীতির চালিকাশক্তি। কিন্তু সেই তিস্তা হয়ে উঠেছে অভাব-অনটন ও দুর্ভোগের প্রতীক। নদীভাঙন আর বন্যায় হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে, হারিয়েছে জীবিকা ও আশ্রয়।

জেন-জি লালমনিরহাটের আহ্বায়ক শহিদ ইসলাম সুজনের সভাপতিত্বে মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাটের সাবেক সদস্য সচিব হামীদুর রহমান, জেন-জি লালমনিরহাটের সদস্য সচিব আয়শা সিদ্দিকা কথা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মৃদুল হাবীব, যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহাম্মেদ রোকন, সদস্য কামরুজ্জামান সুমন প্রমুখ বক্তব্য দেন।

ফ্ল্যাশ মব পরিচালনা করেন ঝঙ্কার যুব সাংকৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক শিব সুন্দর বর্মণ। ‎সঞ্চলনা করেন জেন-জি লালমনিরহাটের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান শাকিল।

Read Entire Article