তুমি ছেড়ে যাবার পর এবং অন্যান্য

2 weeks ago 17

তুমি ছেড়ে যাবার পর

তুমি ছেড়ে যাবার পর আমার সঙ্গী হয়েছে দুঃখ,
সে নাকি আমাকে আমৃত্যু সঙ্গ দেবে।
বিচ্ছেদের পর আমার পরিবর্তন হয়েছে খুব সূক্ষ্ম,
আগে আনন্দ ছিল আর এখন নেই বেঁচে।

****

আমার গন্তব্য

ঠিকানা তোমার যেথায়, আমার গন্তব্য হোক সেথায়।

****

যুদ্ধ শেষে

আমি গোটা পৃথিবীর সঙ্গে যুদ্ধ শেষে যখন তোমাকে জয় করতে এলাম,
একমাত্র তুমিই নাকি আমার পরাজয় চাও বলে শুনলাম!

****

মায়ের মায়া

তারার আকাশে চাঁদের সঙ্গে যখন কথা হয় একটু নিরিবিলি,
খুব করে মনে পড়ে মা ছাড়া আমাকে কখনো কেউ মায়া করেনি!

****

আমার সেই বন্ধুটি

জীবনের পথে হাঁটতে হাঁটতে দৌড়াবার কথা ভাবি রোজ
নিয়ম করে পুরোনো বন্ধুর হয়তো নেয়া হয় না কোনো খোঁজ,
যেদিন তার কানে আমার মুসিবতের কোনো বার্তা পৌঁছাবে
নিমেষে সে হাজির হবে অন্য যে-কারো চেয়ে আগে।

****

জিহাদের কথা

কেউ লিখলো না ক্ষুধার সঙ্গে আমার প্রতিদিনের জিহাদের কথা,
কারো জবান ছিল কিনে নেওয়া; কারো কলম ছিল বিক্রি হওয়া।

এসইউ/এমএস

Read Entire Article