থাইল্যান্ডের বিপক্ষে ৩ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা

2 weeks ago 18

এক যুগে বাংলাদেশের নারী ফুটবল কতটুকু এগিয়েছে, তা প্রমাণের সুযোগ ছিল থাইল্যান্ডের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে। ২০১৩ সালে ঢাকায় এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ। যে ফলাফলটি আন্তর্জাতিক নারী ফুটবলে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানের হার। ১২ বছর পর এবার থাইল্যান্ডের মাটিতে বাংলাদেশ হারের ব্যবধান কমিয়ে এনেছে ৩-০ তে।

শুক্রবার ব্যাংককে দুই ম্যাচের ফিফা প্রীতি সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়েছে থাইল্যান্ড। প্রথমার্ধে স্বাগতিকরা এগিয়ে ছিল ১-০ গোলে। ম্যাচটি কোনো মাধ্যমে লাইভ সম্প্রচার করা হয়নি। ম্যাচের পর বাফুফে ফলাফল প্রকাশ করে।

প্রথম মিনিটেই গোল দিয়ে এগিয়ে যায় থাইল্যান্ড। ব্যবধান দ্বিগুণ করে ৫১ মিনিটে। এরপর ৮৬ মিনিটে বাংলাদেশের জালে তৃতীয় গোল দেয় স্বাগতিক মেয়েরা।

বাংলাদেশের কোচ পিটার বাটলার ম্যাচে ৬টি পরিবর্তন আনেন। দ্বিতীয়ার্ধের শুরুতে তহুরা ও মুনকি আক্তারকে বসিয়ে রিপা ও সাগরিকাকে নামান কোচ। ৭০ মিনিটে এক সাথে বদল করেন ৪ জন। ডিফেন্ডার শিউলি, শামসুন্নাহার ও আফঈদাকে বসিয়ে কোচ নামান হালিমা, জয়নব রিতা, সিনহা ও নবিরন খাতুনকে।

দুই দেশের দ্বিতীয় ম্যাচ ২৭ অক্টোবর। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপ ও এপ্রিলে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই প্রীতি ম্যাচ দুটি খেলছে বাংলাদেশ।

আরআই/এমএমআর/এএসএম

Read Entire Article