রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কলাপট্টি এলাকায় রাস্তা পারাপারের সময় দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ভোর সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা কলাপট্টি এলাকা থেকে নিহত ইকবাল হোসেনের মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, রাস্তা পারাপারের সময় দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ইকবালকে ধাক্কা দেয়, এতে তিনি গুরুতর আহত হন। গাড়িটি জব্দ করা হয়েছে এবং যাত্রাবাড়ী থানায় পুলিশ হেফাজতে রয়েছে।
নিহত ইকবালের ভাই মো. তরিকুল ইসলাম জানান, তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া থানার পশ্চিম গ্রামে। মৃত ইকবাল আবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি যাত্রাবাড়ীতে পরিবার নিয়ে বসবাস করতেন এবং ব্যবসা করতেন। তার এক সন্তান রয়েছে।
কাজী আল আমিন/এসএনআর/জিকেএস

2 weeks ago
16









English (US) ·