ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে দিনদুপুরে প্রাইভেটকার দিয়ে অটোরিকশার পথ গতিরোধ করে যাত্রীর কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (৬ মে) দুপুরে মহাসড়কের উপজেলার ছোট সাদিপুর এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রোমা আক্তার নামে এক নারী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী রোমা আক্তার বলেন, মঙ্গলবার সকালে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত ইসলামি ব্যাংক থেকে সাড়ে সাত লাখ টাকা তুলে অটোরিকশায় করে ছোট সাদিপুর ব্র্যাক এনজিও অফিসের উদ্দেশে যাচ্ছিলাম। অটোরিকশাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট সাদিপুর ব্র্যাক এনজিও অফিসমুখী রাস্তার সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি প্রাইভেটকার আমাদের পথ গতিরোধ করে সাড়ে সাত লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, ঘটনাস্থলে আমাদের টিম পার্শ্ববর্তী একটি কারখানার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হলেও অস্পষ্টতার কারণে গাড়ি নম্বর ও ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ইসলামি ব্যাংক ও মহাসড়কে থাকা অন্যান্য সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। শিগগিরই তাদের আইনের গ্রেপ্তার করতে সক্ষম হবো।

 5 months ago
                        118
                        5 months ago
                        118
                    








 English (US)  ·
                        English (US)  ·