দিনের ভোট রাতে হয়েছিল তখন তো আদালত স্যুয়োমোটো আদেশ দেননি

5 months ago 13

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদন শুনছেন হাইকোর্ট। রিট আবেদন শুনানির এক পর্যায়ে ইশরাক হোসেনের আইনজীবী আদালতকে বলেন, পুরো ঢাকা শহর কলাপস। বিপুল সংখ্যক পিপলসে সুপ্রিম কোর্টের আশেপাশেসহ পুরো ঢাকা কলাপস।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট শুনানিতে এমন তথ্য জানান ইশরাক হোসেনের এএম মাহবুব উদ্দিন খোকন।

এ সময় আদলত ইশরাক হোসেনের বিষয়ে স্যুয়োমোটো (স্বপ্রণোদিত) আদেশ দিতে পারেন কি না জানতে চাইলে অপর আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, যখন দিনের ভোট রাতে হয়েছিল তখন তো কোন আদালত স্যুয়োমোটো (স্বপ্রণোদিত) আদেশ দেননি।

এফএইচ/এসএনআর/এমএস

Read Entire Article