মালয়েশিয়ার জহুর বারুর পেকান নানাস ক্যাম্পে আটক এক অসুস্থ ও বাকপ্রতিবন্ধী বাংলাদেশি নাগরিককে শনাক্ত করেছে বাংলাদেশ হাইকমিশন। দীর্ঘদিন কোনো পরিচয়পত্র বা যোগাযোগের তথ্য ছাড়াই তিনি ক্যাম্পে ছিলেন। হাইকমিশনের উদ্যোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও দেশের বিভিন্ন জেলার মানুষের সহযোগিতায় তার পরিচয় নিশ্চিত হয়।
বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
হাইকমিশন জানায়, সম্প্রতি পেকান নানাস ক্যাম্পে সেবা প্রদানকালে হাইকমিশনের কর্মকর্তারা ওই ব্যক্তিকে শনাক্ত করেন। কথা বলতে না পারায় তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হচ্ছিল না। এরপর ১ অক্টোবর হাইকমিশনের ফেসবুক পেজে তার পরিচয় শনাক্ত করতে তথ্য চেয়ে পোস্ট দেওয়া হয়।
আরও পড়ুন
মালয়েশিয়ায় ১৯০ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত
‘ভালো সুযোগ পেলে ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিতাম না’
জানা যায়, বাংলাদেশের পাঁচটি জেলা থেকে বিভিন্ন তথ্য আসে। যাচাই-বাছাই শেষে নরসিংদীর তথ্য সঠিক প্রমাণ হয়। নরসিংদী সাদরের উপজেলা নির্বাহী অফিসারের যাচাইকৃত তথ্য অনুযায়ী তার নাম মো. জাহাঙ্গীর আলম, পিতা মৃত গিয়াস উদ্দিন, গ্রাম ও ডাকঘর চরদিঘলদী, ওয়ার্ড ৮, মাধবদী থানা, নরসিংদী।
হাইকমিশন জানায়, জাহাঙ্গীর আলমের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে এবং সরকারি খরচে ৭ নভেম্বর টিকিটের ব্যবস্থা করা হয়েছে। সেদিনই তাকে দেশে পাঠানো হবে বলে জানিয়েছে হাইকমিশন।
জাহাঙ্গীর আলমের পরিবার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানিয়েছে হাইকমিশন। এ বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
জেপিআই/কেএসআর/এএসএম

3 hours ago
5









English (US) ·