চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় মধ্যরাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৮ জন।
সোমবার (২৭ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিক এলাকার সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো. সাজ্জাদ (২২) নগর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। নগরীর তক্তারপুল এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। নিহত যুবক ছাত্রদলের কর্মী ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগরে এমদাদুল হক বাদশা ও বোরহানের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। টানানো একটি ব্যানার খুলে ফেলা নিয়ে বিরোধের সূত্রপাত হয়।
সাজ্জাদের বড় ভাই মো. ইমরান বলেন, ‘আমার ভাই বাসায় ছিল। মোবারক নামে একজন তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরেই গোলাগুলি শুরু হয়। পরে শুনি, সে মেডিকেলে মারা গেছে।’
স্থানীয়রা জানান, সৈয়দ শাহ রোড এলাকায় রাতে বাদশা গ্রুপ ব্যানার খুলে ফেলতে গেলে বোরহান গ্রুপ বাধা দেয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলি শুরু হয়। এতে সাজ্জাদসহ অন্তত ৮ থেকে ১০ জন গুলিবিদ্ধ হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার কালবেলাকে বলেন, হাসপাতালের আনার পর গুলিবিদ্ধ একজনকে ডাক্তার মৃত ঘোষণা করেন। আরও কয়েকজন চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ব্যানার নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়েছে। একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

4 days ago
15









English (US) ·