দুই ঘণ্টার চেষ্টায় নিভলো মিরপুরের বস্তির আগুন

5 months ago 61

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে শ্যামল পল্লী বস্তিতে লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নেভানো সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে।

শনিবার (১৮ মে) রাত ১০টা ২৫ মিনিট নাগাদ আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম।

এর আগে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, রাজধানীর মিরপুর ১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে আগুন লাগে। আমরা সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ পাই। পরে ৮ টা ১০ মিনিট নাগাদ আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে মিরপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুইটি ও পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৯টা ১০ মিনিটে আগুনে নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন

এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে কিছু জানাতে পারেনি এ কর্মকর্তা।

কেআর/এমএএইচ/

Read Entire Article