নিজের সবশেষ টেস্ট (৪৯তম) খেলেছিলেন সেই ২০২৩ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে। এর পর থেকে ওয়েস্ট ইন্ডিজ ১৩টি টেস্ট খেললেও রস্টন চেইস ছিলেন দলের বাইরে। দুই বছর পর ফিরলেন, সেটাও আবার অধিনায়ক হয়ে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার রস্টন চেইস। ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটারের অধিনায়কত্বে প্রথম টেস্ট ম্যাচটি হবে তার ক্যারিয়ারের ৫০তম টেস্ট, যা শুরু হবে ২৫ জুন নিজ শহর ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজ দিয়ে।
চেইস এর আগে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন। চেইসের সহ-অধিনায়ক করা হয়েছে বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানকে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে চেইসকে বেছে নিয়েছে।
চেইস অধিনায়কত্ব পেয়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েটের পদত্যাগের পর। ব্র্যাথওয়েট ৩৯টি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন, যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০টি, হেরেছে ২২টি এবং ড্র করেছে ৭টি ম্যাচ। মার্চে তার পদত্যাগের পর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শাই হোপ অধিনায়ক হলেও টেস্ট অধিনায়ক হিসেবে কাউকে তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হয়নি। অবশেষে চেইজকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো।
এমএমআর/এএসএম

5 months ago
118









English (US) ·