দুই ভাইকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

6 hours ago 6
নরসিংদীর রায়পুরায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) সকালে রায়পুরা থানায় হত্যা মামলা করেন নিহতদের মা জোছনা বেগম। গ্রেপ্তার তিনজন হলেন নিহতের চাচি শরীফা বেগম, চাচাতো বোন আরজিনা ও আসমা আক্তার। পুলিশ জানায়, শনিবার (১ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি গ্রামে ২০ বছর আগের পাওনা ১ হাজার ৭০০ টাকার পরিপ্রেক্ষিতে বাড়ির জমি দাবির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে হরুণ আলী ওরফে ফুরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়াকে (৩০) তাদেরই চাচাতো ভাইয়েরা কুপিয়ে হত্যা করে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে। পরবর্তীতে বাদীপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, রায়পুরা থানায় দায়ের করা মামলায় নিহতদের চাচা আব্দুল আউয়াল, চাচাতো ভাই রিপন, শিপন, চাচি শরীফা বেগমসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Read Entire Article