দুই হাতহীন শিশুর দায়িত্ব নিলেন মিরাজ আফ্রিদি

1 day ago 10

সম্প্রতি পাবনা জেলায় দুই হাতবিহীন এক শিশুর জন্ম হয়। খবর পেয়ে সেখানে ছুটে যান জনপ্রিয় ভ্লগার মিরাজ আফ্রিদি। সেখানে গিয়ে তিনি শিশুটির দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

২৮ অক্টোবর বিকেল ৪টা ৩৬ মিনিটে এ বিষয়ে নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন। ওই পোস্টে মিরাজ আফ্রিদি লিখেছেন, ‘আমার মতো নবজাতক শিশুটির দুটি হাত নেই, আলহামদুলিল্লাহ বাচ্চার সকল দায়িত্ব আমি নিলাম।’

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার এই পোস্টে ২ লাখ ১০ হাজার রিঅ্যাক্ট, ৪ হাজার কমেন্টস এবং ৪৩০টি শেয়ার হয়েছে। অনেকেই সেখানে প্রশংসাসূচক মন্তব্য করছেন।

আরও পড়ুন
হাসপাতালে বিয়ে নতুন এক ইতিহাস
বাবা-মেয়ের আবেগঘন মুহূর্ত ভাইরাল, ভাসছে প্রশংসায়

এরপর ২৯ অক্টোবর দুপুর ১টায় একটি ভিডিও পোস্ট করে মিরাজ আফ্রিদি লিখেছেন, ‘দুটি হাত ছাড়া জন্ম নেওয়ার কারণে বাবা কোলে নেয়নি।’ এ সময় তিনি বাচ্চাটির জন্য কিছু উপহারসামগ্রী নিয়ে যান।

বিষয়টি শেয়ার করে জুয়েল রানা লিখেছেন, ‘পাবনায় জন্ম নেওয়া শিশু দুই হাতহীন, দায়িত্ব নিলেন মিরাজ আফ্রিদি। এমন মানবতা সত্যিই চোখে জল আনে। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন।’

উল্লেখ্য, পাবনার আটঘরিয়ার মিরাজুল ইসলাম মিরাজ। যিনি এখন ‘মিরাজ আফ্রিদি’ নামে পরিচিত। জন্ম থেকেই তার দুটি হাত নেই। শারীরিক ত্রুটি থাকায় তাকে সামাজিকভাবে অবহেলা ও বঞ্চনার শিকার হতে হয়। এখন তিনি সফল ভ্লগার। অসহায় মানুষের পাশে দাঁড়ান।

এসইউ/এএসএম

Read Entire Article