দুদিনে একই বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

5 months ago 93

পাবনার বেড়ায় বিদ্যালয়ে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে অন্তত ৪৫ শিক্ষার্থী। সোমবার (১৯ মে) উপজেলার কাজিরহাট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এর আগে রোববার অসুস্থ হয় আরও সাত শিক্ষার্থী এ তালিকায় রয়েছেন শিক্ষক ও গ্রন্থাগারিকও।

সংশ্লিষ্টরা বলছেন, রোববার বিদ্যালয়ে কয়েকজন জ্ঞানও হারিয়ে ফেলে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এদিনের ঘটনাকে শিক্ষক-অভিভাবকেরা স্বাভাবিকভাবে নিলেও সোমবারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তারা। এদিন সকালে ক্লাস শুরু হওয়ার আগে শিক্ষার্থীরা বিদ্যালয়ের আঙিনায় ঢোকার পর অসুস্থবোধ করে। শ্রেণিকক্ষে প্রবেশ করলে সেখানে গণহারে তারা অসুস্থ হতে থাকে। একপর্যায়ে জ্ঞান হারায় তারা। খবর পেয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা বিদ্যালয়ে ছুটে আসেন। পরে তাদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ সপ্তম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া খাতুন জানায়, ক্লাসে ঢোকার পর মাথা ঘুরতে থাকে ও বমি বমি লাগে। এক পর্যায়ে বেশ কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলি। এখন কিছুটা ভালো লাগছে।

অভিভাবক মোছা. আছিয়া খাতুন জানান, ‘ছেলের অসুস্থতার কথা শুনে স্কুলে আসি। এখানে কিছু সময় থাকার পর আমার নিজেরই অস্থির লাগতে শুরু করে। আমার ছেলে এখন অনেকটা সুস্থ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরহাদ হোসেন বলেন, ‘ঠিক কী কারণে এমন হচ্ছে সে ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। তবে ইতোমধ্যে অনেক শিক্ষার্থী সুস্থ হয়ে উঠেছেন। এটি আমাদের জন্য স্বস্তির।’

এ ব্যাপারে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘ঠিক কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে সেটি চিকিৎসকরা ভালো বলতে পারবেন। তবে আমাদের কাছে শ্রেণিকক্ষ অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর মনে হয়েছে।’

এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা সুলতানা জানান, ‘প্রাথমিকভাবে আমরা এটিকে ম্যাস হিস্টেরিয়া বা গণমনস্তাত্ত্বিক রোগ বলে ধারণা করছি। এটি যে কোনো কারণে যে কোনো সময় হতে পারে। একই সঙ্গে এক বা একাধিকজনও এতে আক্রান্ত হতে পারে। এ নিয়ে চিন্তিত হবার কিছু নেই।’

আলমগীর হোসাইন নাবিল/আরএইচ/এমএস

Read Entire Article