দেশ ও জাতি নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে : ড. জালাল

19 hours ago 8

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. জালাল উদ্দিন বলেছেন, দেশ ও জাতি নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। দেশ ও জাতিকে বাঁচাতে ধানের শীষকে জয়ী করতে হবে। 

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পানির ট্যাংকি মোড়ের মাঠে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জালাল উদ্দিন বলেন, যে নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে- সেই নির্বাচন সন্নিকটে। জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের জনগণ গণভোটকে প্রত্যাখ্যান করবে এবং জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে বাংলাদেশের যুবকরা প্রতিহত করবে।  

তিনি বলেন, যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ধানের শীষের প্রার্থীকে জয়লাভ করাতে ঐক্যবদ্ধভাবে জনগণের কাতারে থাকতে হবে এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে।

তিনি আরও বলেন, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সঙ্গে কথা বলেছেন। তারেক রহমানের সুস্পষ্ট বার্তা আমরা যেন নিজেরা নিজেদের সঙ্গে কোনোরকম ঝগড়া-বিবাদ না করি। আগামী দিনের নির্বাচন করতে হলে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশের জনগণের জন্য খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষ অপরিহার্য। তারুণ্যের যে চাওয়া তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তা পূরণ হবে।

তিনি আরও বলেন, আমি আমার জন্য বার বার আপনাদের কাছে ছুটে আসি না। আমি বিএনপির ভোট চাইতে আসি। দল যাকে মনোনয়ন দেবে আমি তার পক্ষেই কাজ করব।

Read Entire Article