দেশে নতুন প্রতারকের জন্ম হয়েছে: কায়সার কামাল

5 hours ago 7

বর্তমান সরকারের কর্মকাণ্ডে দেশের মানুষ সন্দিহান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। একই সঙ্গে দেশে নতুন প্রতারকের জন্ম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

কায়সার কামাল বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদায় নেওয়ার পর আমরা আশা করেছিলাম, যে ভোটের জন্য আমার ভাই রক্ত দিয়েছিল- সেই ভোট অনুষ্ঠিত হবে। কিন্তু দুঃখের বিষয় বর্তমান সরকারের কর্মকাণ্ডে দেশের মানুষ সন্দিহান হচ্ছে।

শনিবার (১ নভেম্বর) ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বার্ষিক কাউন্সিল ও নির্বাচনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক কোনো সরকার নেই। ২০০৮ সালের নির্বাচনের পর থেকে গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশের আবাল-বৃদ্ধ-বনিতা থেকে শুরু করে দেশের রাজনৈতিক দল, ছাত্র, যুবকসহ পেশাজীবী সংগঠন আন্দোলন করেছে। অনেকে জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, গুম হয়েছে। সর্বশেষ ছাত্র-জনতার অভ্যুত্থানে দুই হাজারের বেশি শহীদ হয়েছেন শুধুমাত্র একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখার জন্য।

দেশে নতুন প্রতারকের জন্ম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে যে জুলাই সনদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, সেই স্বাক্ষরিত জুলাই সনদ প্রডিউস করা হয়নি। লিখিত সংবিধানের কিছু সুনির্দিষ্ট পন্থা আছে। বিশ্বের কোনো দেশেই সংবিধানে কোনো বিষয় অটোমেটিক সন্নিবেশিত হওয়ার নজির নেই। শেখ হাসিনা জাতিকে প্রতারিত করেছিলেন- জুলাই সনদ বদলে দিয়ে এখন দেশে নতুন প্রতারকের জন্ম হয়েছে। অবিলম্বে প্রতারণা বন্ধ করে আসল সনদ জাতির সামনে উপস্থাপনের দাবি জানাচ্ছি।

আরও পড়ুন
জুলাই সনদ জনগণের নয়, উপদেষ্টাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য: হাফিজ 
অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: ফখরুল 

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে অবিলেম্ব জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ফ্রেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দেবেন। এখন আমরা দেশের ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা দেখতে পাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের কথায় যদি আপনি নির্বাচনের তারিখ নিয়ে টালবাহানা করেন তাহলে আইনজীবী সমাজ সারা দেশে আন্দোলন গড়ে তুলে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাধ্য করবে।

তিনি বলেন, আইনজীবী সমাজ আইনের শাসনে বিশ্বাসী। আমরা চাই বিচার বিভাগের ওপর যেন নির্বাহী বিভাগের কেউ হস্তক্ষেপ না করে। শেখ হাসিনা অনেক সময় বিচার বিভাগ নিয়ে তির্যক মন্তব্য করতেন। কিন্তু বর্তমানে আইন উপদেষ্ট আসিফ নজরুল বিচার বিভাগ নিয়ে নানান মন্তব্য করছেন, যা আইনজীবী সমাজ ভালোভাবে দেখছেন না। বিচার বিভাগ নিয়ে এমন কোনো মন্তব্য করবেন না, যাতে বিচার বিভাগ সংশ্লিষ্টরা যেন আস্থাহীনতায় ভোগে।

আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বিএনপির এ নেতা বলেন, এখনই থামুন। নইলে স্বাধীন বিচার বিভাগের স্বাধীনতা এবং আলাদা সচিবালয় করার দাবিতে আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামবে।

বিএনপি ক্ষমতায় গেলে স্বাধীন বিচার বিভাগ ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করা হবে বলেও জানান ব্যারিস্টার কায়সার কামাল।

এসময় অ্যাডভোকেট আবু রেজা ফজলুল হক বাবলু, অ্যাডভোকেট সৈয়দ এনায়েতুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের উদ্বোধন করেন ব্যারিস্টার কায়সার কামাল।

কামরুজ্জামান মিন্টু/কেএসআর

Read Entire Article