দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই : কাদের গনি

5 days ago 5

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ধানের শীষ উন্নয়নের প্রতীক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র সুসংহত করতে বিএনপির বিকল্প নেই। তাই ফেব্রুয়ারিতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। 

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ফটিকছড়ির হেয়াকো বাজার, নারায়ণহাট, মির্জারহাট, শান্তিরহাট, ভূজপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।

বিএনপির নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক বলেন, যারা দেশের স্বাধীনতা চাননি, তাদের হাতে দেশ নিরাপদ নয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা সারোয়ার হোসেন, ওসমান তাহের সম্রাট, ইয়াকুব সিফাত, কামাল চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস মেম্বার, রিফাত চৌধুরী, মাসুদ আজহার, হাসান হাফিজ, সোহেল সিকদার, সেলিম খান, আব্দুল আল মামুন, মোহাম্মদ রানা ও সুমন খান।

আরও উপস্থিত ছিলেন- কামাল উদ্দিন, নুরুল আফছার, আবু সাঈদ রুবেল, সাইমুনুল করিম, আবদুল মান্নান, মো. খোরশেদ, মুনাফ চৌধুরী, ইসমাইল রাজ, আব্দুর রাজ্জাক, ইলিয়াস বাচা, ওমর ফারুক ও সোহেল রানা।

Read Entire Article