দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে রশিদ খান
আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দ্বিতীয়বারের মতো বিয়ের মাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের খবর প্রকাশ করে ভক্তদের সঙ্গে আনন্দঘন মুহূর্তটি ভাগ করে নিয়েছেন এই লেগস্পিনার।
রশিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় লিখেছেন, ‘এটা আমার জীবনের এক গভীর ব্যক্তিগত ও আনন্দের মুহূর্ত। তিনি আমার ভালোবাসার প্রতীক, এমন একজন সঙ্গীর সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন আমি সবসময় দেখেছি। এখন মনে হচ্ছে, জীবনের সবকিছু পরিপূর্ণ হয়েছে।’
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রশিদের দ্বিতীয় স্ত্রী আফগান বংশোদ্ভূত হলেও বর্তমানে বিদেশে বসবাস করছেন। তাদের বিবাহ সম্পন্ন হয়েছে চলতি বছরের ২ আগস্ট, যা আসে প্রথম বিয়ের মাত্র দশ মাস পর। উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে তিনি নিজের এক চাচাতো বোনকে বিয়ে করেছিলেন। তবে প্রথম বিবাহের বর্তমান অবস্থা নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেননি রশিদ বা তার পরিবার।
সম্প্রতি এক দাতব্য অনুষ্ঠানে নতুন স্ত্রীকে নিয়ে উপস্থিত হন রশিদ, যা নিয়ে অনলাইনে জোর আলোচনা শুরু হয়। বিষয়টি স্পষ্ট করে তিনি লিখেছেন, ‘সত্যিটা খুবই সহজ—তিনি আমার স্ত্রী, এবং আমরা একে অপরের পাশে আছি। গোপন কিছু নেই। সবাই যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।’
আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় পার করলেও, ব্যক্তিগত জীবনের এই নতুন সূচনা রশিদের ভক্তদের মাঝেও সাড়া ফেলেছে। আফগানিস্তানের হয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।
ব্যাটে-বলে প্রতিপক্ষকে ঘায়েল করা এই তারকা এবার ভালোবাসার মঞ্চেও ছড়ালেন নিজের জয়ধ্বনি।
View this post on Instagram
A post shared by Rashid Khan (@rashid.khan19)

2 hours ago
7









English (US) ·