ধর্মেন্দ্রকে দেখতে হাসপাতালে শাহরুখ-সালমান, আরও গেছেন যারা

7 hours ago 4

বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র বর্তমানে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে গোটা বলিউডে। সোমবার দিনজুড়ে গুজব ছড়ায়, ধর্মেন্দ্র নাকি ভেন্টিলেশনে আছেন। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি সুস্থ আছেন এবং চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।

রাতে ধর্মেন্দ্রকে দেখতে হাসপাতালে হাজির হন শাহরুখ খান। সঙ্গে ছিলেন তার বড় ছেলে আরিয়ান খান। তাদের গাড়ি প্রবেশের ভিডিও প্রকাশ করেছে বলিউডের জনপ্রিয় ফটোগ্রাফার ভাইরাল ভায়ানি। সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

আরও পড়ুন
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
ধর্মেন্দ্রের মৃত্যুর খবরে ক্ষুব্ধ স্ত্রী হেমা মালিনী

নব্বই দশকের টিভি সিরিয়ালের অভিনেতা শাহরুখ খান সিনেমায় পা রেখেছিলেন ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনীর হাত ধরে। তাই হেমার সঙ্গে তার মা-ছেলের সম্পর্ক। ধর্মেন্দ্রকে তিনি শ্রদ্ধা করেন বাবার মতো। ধর্মেন্দ্র ও হেমাও সবসময় শাহরুখকে পুত্রের মতোই স্নেহ করেছেন। সেই টানেই ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা সংকটাপন্ন জানতে পেরে তাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন বলিউডের বাদশাহ।

এর আগে বিকেলেই ধর্মেন্দ্রর দুই ছেলে অভিনেতা সানি দেওল ও ববি দেওল হাসপাতালে বাবার পাশে যান। প্রবীণ অভিনেত্রীর হেমা মালিনীও ছুটে যান স্বামীর খোঁজ নিতে। এর কিছুক্ষণ পরেই দেখা যায় সালমান খানকে। তিনি যান কড়া নিরাপত্তায়। আর তার ভিডিওটাও ভাইরাল হয় মুহূর্তে।

ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মাঝেই বলিউডের বড় বড় তারকারা একে একে দেখা করছেন এই কিংবদন্তি অভিনেতাকে।

জানা গেছে, ধর্মেন্দ্র বর্তমানে চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন এবং পরিবার সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো।

অন্যদিকে শাহরুখ খান বর্তমানে ব্যস্ত তার নতুন ছবি ‘কিং’র শুটিংয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশনধর্মী ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। ছবিটিতে আরও থাকছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল ও জয়দীপ আহলাওয়াত।

ধর্মেন্দ্রকে আগামীতে দেখা যাবে ‘ইক্কিস’ নামের এক যুদ্ধনির্ভর সিনেমায়। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের বীর শহীদ সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ খেতরপালের জীবনী অবলম্বনে নির্মিত এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন অমিতাভ বচ্চনের নাতি আগস্ত্য নন্দা, জয়দীপ আহলাওয়াত ও সিমর ভাটিয়া। ছবিটি মুক্তি পাবে বড়দিনে আসছে ডিসেম্বর মাসে।

এলআইএ/জেআইএম

Read Entire Article