নতুন করে গাজায় বিমান হামলা, নিহত ১৮
                    
            
            যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৮ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়বে। 
বুধবার (২৯ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালানোর পর এই পাল্টা হামলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অপরদিকে শর্ত ভঙ্গ করে নিখোঁজ এক বন্দির মরদেহ হস্তান্তর স্থগিত রেখেছে হামাস।
গাজা সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বিমান সাবরা এলাকা, শাতি শরণার্থীশিবির ও আল-শিফা হাসপাতালের আশপাশে হামলা চালায়। কামান থেকেও গোলা ছোড়া হয় দেইর আল-বালাহ এলাকার পূর্বাংশে।
ইসরায়েলি হামলার আগে রাফায় অবস্থান করা আইডিফের ওপর গুলির ঘটনা ঘটে।  তারা অভিযোগ করেছে, রাফায় সন্ত্রাসী বাহিনী ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সেনা আহতের আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার দ্য টাইমস অব ইসরায়েল জানতে পেরেছে, দক্ষিণ গাজার রাফায় অবস্থানরত ইসরায়েলি সেনারা সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। প্রাথমিকভাবে আহতের তথ্য এলেও বিস্তারিত জানা যায়নি।
জানা গেছে, ইসরায়েলি সৈন্যরা আক্রমণকারীদের দিকে পাল্টা গুলি চালায়। তবে ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে, রাফা এলাকায় ইসরায়েলি কামান থেকে গোলা ছোড়া হয়েছে।
পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের পর গাজায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক বাসিন্দা নতুন করে হামলার স্থান ছেড়ে যাচ্ছেন। তবে হামাস এক বিবৃতিতে বলেছে, তারা চুক্তি মেনে চলছে। নতুন করে সংঘাতের দায় ইসরায়েলের ওপর বর্তায়।                     
                    
        
        
 2 days ago
                        10
                        2 days ago
                        10
                    








 English (US)  ·
                        English (US)  ·