জনপ্রিয় গাড়ি সংস্থা হুন্দাই মোটর নতুন ভেন্যু কম্প্যাক্ট এসইউভি আনলো বাজারে। জনপ্রিয় সাব-কমপ্যাক্ট এসইউভি এখন একটি নতুন চেহারা ও কেবিন পাবেন ক্রেতারা। নতুন ভেন্যু কম্প্যাক্টে কোয়াড এলইডি ল্যাম্প ও একটি মিনি ক্রেটার মতো ডিজাইন দেওয়া হয়েছে।
নতুন হুন্দাই ভেন্যুর ভেতরে আগের তুলনায় বড় পরিবর্তন দেখা গেছে। এর কেবিন আরও প্রিমিয়াম হয়ে উঠেছে। এতে একটি ডুয়াল-টোন ১২.৩-ইঞ্চি ডিসপ্লে, একটি বড় ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং একটি ‘এইচ-প্যাটার্ন’ ড্যাশবোর্ড ডিজাইন রয়েছে।
একটি নতুন স্টিয়ারিং হুইল ডিজাইন, একটি নতুন সেন্টার কনসোল এবং একটি ডি-কাট স্টিয়ারিং হুইলও যুক্ত করা হয়েছে। এর ভেতরের অংশের ডুয়াল-টোন কম্বিনেশন (গাঢ় নেভি এবং ডোভ গ্রে) বেশ আকর্ষণীয়, অন্যদিকে হুন্দাই এটিকে ‘কফি-টেবিল সেন্টার কনসোল’ নাম দিয়েছে, যার মধ্যে মুন হোয়াইট অ্যাম্বিয়েন্ট লাইটিং রয়েছে।
গাড়ির পেছনের সিটে যাত্রীদের জন্য এখন বেশ কিছু সুযোগ-সুবিধা রয়েছে। পেছন সিটে দুই ধাপে হেলান, সানশেড এবং ২০ মিমি অতিরিক্ত লেগরুম রয়েছে। যা আগের মডেলটিতে ছিল না। বৈশিষ্ট্য তালিকায় এখন এডিএএস এবং একটি ৩৬০-ডিগ্রি ক্যামেরা সহ বেশ কয়েকটি উন্নত বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত রয়েছে।
নতুন ভেন্যু আগের মতোই একই ইঞ্জিন বিকল্পগুলো অফার করবে। এতে কাপ্পা ১.২এল এমপিআই পেট্রোল, কাপ্পা ১.০এল টার্বো জিডিআই পেট্রোল এবং ইউ২ ১.৫এল সিআরডিআই ডিজেল ইঞ্জিন রয়েছে। ম্যানুয়াল ও স্বয়ংক্রিয় উভয় গিয়ারবক্সের সঙ্গে বাজারে আসছে গাড়ি।
এই মডেলে ছয়টি মনোটোন ও দুটি ডুয়াল-টোন রঙের বিকল্পে পাওয়া যাবে গাড়িটি। এই গাড়ি নিয়ে এরই মধ্যে আগ্রহ দেখা দিয়েছে বাজারে। বুকিং শুরু করে দিয়েছে কোম্পানি। কিছুদিনের মধ্যে শো-রুমে পাওয়া যাবে গাড়িটি।
আরও পড়ুন
পুরোনো গাড়ি কিনে জিততে চাইলে খেয়াল রাখুন ৩ বিষয়
ভক্সওয়াগনের নতুন গাড়িতে থাকছে যেসব ফিচার
কেএসকে/এএসএম

 1 day ago
                        12
                        1 day ago
                        12
                    








 English (US)  ·
                        English (US)  ·