নতুন যুগের গল্পে নেতৃত্ব দিচ্ছেন মধ্যবয়সী অভিনেত্রীরা: তামান্না ভাটিয়া

1 day ago 7
এক সময় মনে করা হতো বয়সই নায়িকাদের সীমা টেনে দেয়, লাস্যময়ী চরিত্র যেন থাকে কেবল তরুণীদের জন্য। কিন্তু এখন সেই ধারণা ভেঙে চুরমার করেছেন দক্ষিণী সুন্দরী তামান্না ভাটিয়া। বয়স নয়, অভিনয় আর আত্মবিশ্বাসই আসল, নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায়ে দাঁড়িয়ে এমন সাহসী মন্তব্যে আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন তিনি। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে নায়িকাদের বয়স নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তামান্না।  তিনি  বলেন, ‘আমি ভেবেছিলাম ১০ বছর কাজ করব। ৩০-এ পা দিলেই বিয়ে করে সংসার করব, বাচ্চা মানুষ করব। কারণ কমবয়সী অভিনেত্রী ছাড়া কাস্ট করা হতো না আগে।’ তামান্না আরও বলেন, সেই ট্রেন্ড দেখেই আমি এমন ভেবেছিলাম। কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে বয়স ৩৫ পার করে ফেললাম। এখন আমার মনে হচ্ছে আরও অনেক কিছু দেওয়ার আছে আমার ইন্ডাস্ট্রিকে। বয়সটা এখন কোনো বিষয় নয়।’ অভিনেত্রীর কথায়,  বর্তমানে নতুন যুগের গল্পে নেতৃত্ব দিচ্ছেন মধ্যবয়সী অভিনেত্রীরা। কাজের ধরন পাল্টেছে, এখন মধ্যবয়সী অভিনেত্রীদের জন্য আলাদা করে চরিত্র তৈরি হচ্ছে। পর্দায় সেই চরিত্রগুলোর যথেষ্ট গুরুত্বও রয়েছে।
Read Entire Article