ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার আলিয়াবাদ বাসস্ট্যান্ড থেকে একটি র্যালি বের করা হয়।
বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন।
পরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবদলের সভাপতি এমদাদুল বারীর সভাপতিত্বে ও পৌর যুবদলের সভাপতি আলী আজমের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের যুবসমাজকে সংগঠিত করা। এরই ধারাবাহিকতায় নবীনগর উপজেলার যুবদলের সকল নেতাকর্মীরা বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে।
সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহসভাপতি আনিছুর রহমান মঞ্জু, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, আবু সায়েদ, হজরত আলী, সাবেক মেয়র মোহাম্মদ মাইনুউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী শাহাবুদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, জিয়া মঞ্চের সভাপতি আল মামুন, রুবেল আকরাম, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ।

 2 days ago
                        13
                        2 days ago
                        13
                    








 English (US)  ·
                        English (US)  ·