আজ ১ নভেম্বর। বিকেল থেকে হঠাৎ শুরু হলো বৃষ্টি। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল ‘নভেম্বর রেইন’ শব্দযুগল। নভেম্বর রেইন কি শুধু নভেম্বর মাসের বৃষ্টি? না কি এর সঙ্গে যুক্ত আছে অন্য কিছু। নভেম্বরে বৃষ্টির আভাস নতুন করে স্মরণ করিয়ে দেয় ‘নভেম্বর রেইন’কে। সবার কৌতূহলী মনেই প্রশ্ন জাগে, নভেম্বর রেইন আসলে কী?
নভেম্বর রেইন মূলত একটি গান। বিখ্যাত গান। যা ঘিরে মানুষের এত আগ্রহ ও অনুভূতি। ‘নভেম্বর রেইন’ শব্দটি এসেছে বিশ্ব বিখ্যাত রক ব্যান্ড ‘গানস অ্যান্ড রোজেস’র সৃষ্টি নভেম্বর রেইন গান থেকে। গানের কথা এমন, ‘নেভার মাইন্ড দ্য ডার্কনেস/ উই স্টিল ক্যান ফাইন্ড আ ওয়ে/ কজ নাথিং লাস্টস ফরএভার/ ইভেন কোল্ড নভেম্বর রেইন।’

১৯৯১ সালের ১৭ সেপ্টেম্বর মুক্তি পায় ‘ইউজ ইয়োর ইলিউশন ওয়ান: ১’। এরপরই বিখ্যাত ‘নভেম্বর রেইন’। গানটি ওই ব্যান্ডের সদস্য এক্সেল রসের লেখা। ১৯৮৩ সাল থেকে গানটি লেখা শুরু করেছিলেন এক্সেল রস। গানটিকে জনপ্রিয়তা এনে দেয় মিউজিক ভিডিওটি। প্রায় ১.৫ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ভিডিওটি সবচেয়ে ব্যয়বহুল মিউজিক ভিডিওগুলোর তালিকায় আছে।
আরও পড়ুন
কে এই লেখক লাসলো ক্রাসনাহরকাই
শৈশবে যাকে বাঘের মতো ভয় পেতাম
এ ছাড়া বাংলাদেশের আবহাওয়া অনুসারে, নভেম্বর মাসেও সাধারণত বৃষ্টি হয়ে থাকে। বিশেষ করে সাগরে নিম্নচাপ থেকে এ বৃষ্টির উৎপত্তি হয়। নভেম্বর মাস শুরু হলেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্মরণ করা হয় নভেম্বর রেইনকে। শীতের শুরু হয় নভেম্বরের এ বৃষ্টির পর থেকেই। তাই তো শীতের আগমনী বার্তায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ‘নভেম্বর রেইন’ শব্দটি।

এই সময়ে নভেম্বর রেইনকে যেমন মনে পড়ে; তেমনই মনে পড়ে শীতের আগমনী গান। শব্দটি শুধু গানেই সীমাবদ্ধ নেই। এই শব্দকে কেন্দ্র করে অনেক কিছু নির্মিত হয়েছে। লেখক আবুল কালাম আজাদ এবং কৌশিক সামন্ত বইয়ের নাম রেখেছেন ‘নভেম্বর রেইন’। নির্মিত হয়েছে একাধিক সিনেমা এবং টিভি নাটক। কেউ আবার ক্যাফে বা রেস্টুরেন্টের নাম রেখেছেন ‘নভেম্বর রেইন’।
ফলে শব্দটি মিশে আসে আমাদের সত্তায়। এক দেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বময়। যুক্ত হয়েছে আবেগ-অনুভূতির সঙ্গে। আনন্দ-বিষাদের উপকরণ হয়ে মিশে গেছে সব শ্রেণির মানুষের অন্তরে। তাই নভেম্বরের বৃষ্টি আমাদের ছুঁয়ে যায় ভালোবাসায়। আমাদের হৃদয় শীতল করে কোমল পরশে।
এসইউ/জেআইএম

15 hours ago
5









English (US) ·