অনলাইনে নিজেকে কখনো সেনাবাহিনীর কর্মকর্তা, কখনো নৌবাহিনীর সদস্য পরিচয় দিতেন। মেকাআপ করে নারী সেজে ভিডিও কলে কোমল কণ্ঠে কথা বলে গড়ে তুলতেন প্রেমের ফাঁদ। প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর শুরু হতো ব্ল্যাকমেইল। নারী কেলেঙ্কারিতে জড়ানোর ভয় দেখিয়ে আদায় করত মোটা অঙ্কের টাকা।
এমন ভয়াবহ প্রতারণার জাল বিছিয়ে রেখেছিলেন রংপুরের ২৪ বছর বয়সী যুবক নাজমুল হাসান জিম। দীর্ঘদিন ধরে নেট দুনিয়ায় পরিচয়ের মুখোশ পাল্টে প্রতারণা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত ধরা পড়েছেন র্যাবের হাতে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৩ জানায়, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত দেড়টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার অভিরাম গ্রাম থেকে প্রতারণা মামলার প্রধান আসামি নাজমুল হাসান জিমকে গ্রেপ্তার করে। সে একই গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে সেনাবাহিনী ও নৌবাহিনীর ইউনিফর্ম, ৯টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, ৬টি মোবাইল ফোন, মেয়েদের পরচুলা ও মেকআপ সেট উদ্ধার করা হয়।
সেনা সদস্য পরিচয়ে নাজমুলের প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়েছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসিন্দা রফিকুল ইসলাম।
রফিকুলের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, নাজমুল ও তার সহযোগীরা নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগ করেন। তারা রাজশাহীতে ১০ কাঠা জমির যৌথ মালিকানায় কেনার প্রস্তাব দেন এবং দাবি করেন যে, তাদের দুটি শেয়ার রয়েছে, যার একটি একজন মহিলা সৈনিকের নামে। ওই মহিলা সৈনিকের কিছু টাকা বাকি আছে জানিয়ে, শেয়ার বিক্রির অজুহাতে বাদীর কাছ থেকে টাকা নেওয়ার প্রস্তাব দেয় প্রতারকরা।
পরে তারা একাধিকবার ভিডিও কলে সামরিক বাহিনীর পোশাক পরে কথা বলে রফিকুলের আস্থা অর্জন করে। শেয়ারটি কম দামে ক্রয় করার প্রলোভন দেখিয়ে ধীরে ধীরে তার কাছ থেকে মোট ১৭ লাখ ২৬ হাজার টাকা নেয় তারা।
টাকা পাওয়ার পর আসামিরা নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে এবং পরে আরও ৫ লাখ টাকা দাবি করে। রফিকুলের সন্দেহ হলে খোঁজখবর নিয়ে দেখেন তিনি প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। পরে কিশোরগঞ্জের হোসেনপুর থানায় প্রতারণার মামলা করেন।
র্যাব জানায়, আসামি নাজমুল হাসান জিম বিভিন্ন সময়ে নিজেকে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অনেকের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে। সে নিজেকে মাঝে মাঝে নারী সেনা সদস্য হিসেবেও পরিচয় দিত এবং নারীর বেশ ধারণ করে ও নারীর কণ্ঠে কথা বলে ভিডিও কলের মাধ্যমে প্রতারণা করত এবং নারী কেলেঙ্কারিতে ফাঁসিয়ে টাকা আদায় করত।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তারের পর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া এ ধরনের চক্রের বিরুদ্ধে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং অভিযান চলবে।

5 hours ago
7









English (US) ·