গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিএনটি বাজার জামে মসজিদের খতিব মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজীকে ঘিরে আলোচিত অপহরণ ও উদ্ধারের ঘটনাটি নতুন মোড় নিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ঘটনাটি প্রকৃত অর্থে অপহরণ নয়, বরং খতিব নিজ ইচ্ছায় আত্মগোপনে গিয়েছিলেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি হেডকোয়ার্টারে আনুষ্ঠানিক ব্রিফিং থেকে এ তথ্য জানা গেছে।

টঙ্গী পূর্ব থানার সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর বিকেল ৪টার দিকে খতিব মহিবুল্লাহ নিখোঁজ হন। পরদিন তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যেখানে অভিযোগ করা হয় যে তিনি নামাজ পড়তে গিয়ে অপহৃত হয়েছেন।
এদিকে তদন্তে পুলিশ ঘটনাস্থলসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। সেখানে দেখা যায়, ওই সময় খতিব স্বেচ্ছায় একটি সিএনজি অটোরিকশায় করে এলাকার বাইরে চলে যাচ্ছেন। ফুটেজে কোনো জোরপূর্বক বা সংঘর্ষের দৃশ্য পাওয়া যায়নি।
পরে ২৩ অক্টোবর পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার হেলিপ্যাড বাজার এলাকায় স্থানীয়রা তাকে একটি গাছের সঙ্গে শিকলবদ্ধ অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিবুল্লাহ মিয়াজী নিজেই স্বীকার করেন যে, ঘটনাটি তার নিজের ইচ্ছায় ঘটেছে। তবে তিনি কেন, কী উদ্দেশ্যে এবং কার প্ররোচনায় এমনটি করেছেন—তা এখনো তদন্তাধীন রয়েছে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ তাহিরুল হক চৌহান বলেন, ‘প্রাথমিকভাবে এটি কোনো অপহরণের ঘটনা নয় বলে মনে হচ্ছে। তদন্তে দেখা গেছে, খতিব নিজেই স্থান ত্যাগ করেছিলেন। তবে এর পেছনের কারণ ও উদ্দেশ্য বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বর্তমানে মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজী পুলিশের তত্ত্বাবধানে আছেন এবং তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে পুলিশ জানিয়েছে।
এদিকে ওই খতিবের নিখোঁজ বিষয়ে নতুন তথ্য দিয়েছেন আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। ফেসবুক পোস্টে তিনি জানান, বিভিন্ন অ্যাংগেল থেকে নেওয়া চারটি ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায়, সকাল ৭টা ১৮ মিনিটে মুহিব্বুল্লাহ পাম্পের সামনে দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছেন। ফিলিং স্টেশনের সামনে একটি অ্যাম্বুলেন্স পথরোধ করে তাকে অপহরণের যে দাবিটি করা হয়েছে, সিসিটিভি ফুটেজে এরকম কোনো ঘটনা দেখা যায়নি; বরং তাকে একাই দ্রুত গতিতে হেঁটে যেতে দেখা গেছে।

5 days ago
15









English (US) ·