নিরাপত্তার চাদরে ঢাকা তারুণ্যের সমাবেশস্থল

5 months ago 35

চট্টগ্রামে তারুণ্যের সমাবেশস্থল নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। শনিবার (১০ মে) সকাল থেকে নগীর পলোগ্রাউন্ড মাঠ এবং তার আশপাশের এলাকায় টহল জোরদার ছিল। পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশের অবস্থান ছিল লক্ষণীয়।

সিআরবির পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (ইনচার্জ) মোহাম্মদ মাসুদ কালবেলাকে বলেন, শুক্রবার (৯ মে) এবং আজ পর্যন্ত আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শান্তিপূর্ণ তারুণ্যের সমাবেশ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠে পুলিশ সক্রিয় আছে। এখন পর্যন্ত কোনো প্রকার নাশকতার ঘটনা ঘটেনি। পরিবেশ অনেক ভালো।

কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম কালবেলাকে বলেন, সমাবেশস্থল ও তার চারপাশ এলাকায় তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। টহল গাড়ির টিম বাড়ানো হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।

Read Entire Article