নির্ঘুম রাত কাটালেন মোদি
                    
            
            পাকিস্তানে মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ‘অপারেশন সিঁদুর’ নামে পরিচিত এই অভিযানটি চলাকালীন নয়াদিল্লিতে সতর্ক অবস্থায় ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাত জেগে পুরো অভিযান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে হামলার রূপরেখা আগে থেকেই নির্ধারিত ছিল। এই হামলা ছিল পূর্বপরিকল্পিত। হামলার বিষয়ে ধারাবাহিকভাবে নরেন্দ্র মোদিকে পরিস্থিতি সম্পর্কে খবরাখবর দিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
এ সময় মোদির সঙ্গে অজিত দোভাল ছাড়াও চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং গোয়েন্দা দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সেনাবাহিনী, নৌসেনা ও দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েক দফায় কথা বলেছেন নরেন্দ্র মোদি।
এদিকে ভারতীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, দেশটির তিন বাহিনী- স্থল, নৌ ও বিমানবাহিনী সমন্বিতভাবে পাকিস্তানে হামলা চালিয়েছে। এতে ৮০-৯০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তারা।
ভারতের সেনাবাহিনী দাবি করেছে, এই অভিযানে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইয়্যেবা এবং হিজবুল মুজাহিদিন-এর অন্তত ৯টি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থার মতে, সবচেয়ে বড় দুটি হামলা হয়েছে বাহাওয়ালপুর এবং মুরিদকেতে, যেখানে প্রায় ২৫-৩০ জন নিহত হয়েছে। 
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, বিশেষ করে মুরিদকেতে অবস্থিত ‘মসজিদ ও মারকাজ তাইয়্যেবা’, যা লস্কর-ই-তইয়্যেবার আদর্শিক কেন্দ্র এবং দীর্ঘদিন ধরে পাকিস্তানের ‘সন্ত্রাসের নার্সারি’ হিসেবে পরিচিত, সেটিকে সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়।
জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, পাল্টা হামলায় ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) পাঁচটি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে পাকিস্তান। নিরাপত্তা সূত্রের খবর অনুসারে, বার্নালা সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় ড্রোন পাকিস্তান সেনাবাহিনী গুলি করে ভূপাতিত করেছে।
বর্তমান পরিস্থিতিতে ভারত দেশের নাগরিকদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া উত্তর ভারতগামী ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। 
প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি এক সন্ত্রাসী হামলায় ২৬ নিরীহ পর্যটক নিহত হয়। এ ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করছে, অন্যদিকে পাকিস্তান হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।                    
                    
        
        
 5 months ago
                        43
                        5 months ago
                        43
                    








 English (US)  ·
                        English (US)  ·