নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা চললেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, নির্বাচনের বিষয়টি একান্তই নির্বাচন কমিশনের ব্যাপার। আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।
রোববার (৯ নভেম্বর) দুপুরে সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রাঙ্গণে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিকেএসপির আয়োজনে শুরু হওয়া এই বিশেষ প্রশিক্ষণ প্রকল্পের মূল লক্ষ্য— দেশের তরুণ সমাজকে আত্মরক্ষার কৌশল শেখানোর পাশাপাশি তাদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি করা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জুডো, কারাতে, তায়কোয়ানডো ও এয়ারগান শুটিংয়ের মতো আত্মরক্ষামূলক কৌশলে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে যুবকরা শারীরিক ভারসাম্য, আত্মনিয়ন্ত্রণ ও ইতিবাচক মনোভাব অর্জন করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
অনলাইন নিবন্ধনের মাধ্যমে ‘ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ’ ভিত্তিতে ১৮ থেকে ৩৫ বছর বয়সি ন্যূনতম এসএসসি পাস, শারীরিক ও মানসিকভাবে সুস্থ যুবক-যুবতীরা ১৫ দিনের আবাসিক এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রশিক্ষণার্থীদের জন্য আবাসন, খাবার, ট্র্যাকস্যুট, টি-শার্ট, কেডস, প্রশিক্ষণ ভাতা এবং প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা রয়েছে।
প্রকল্পের আওতায় তিন বছরে ১১৪টি ব্যাচে মোট ৮,৮৫০ জন তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে ১০২টি ব্যাচে ৮,২৫০ জন যুবক এবং ১২টি ব্যাচে ৬০০ নারী অংশগ্রহণ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম, আমন্ত্রিত অতিথিরা এবং বিকেএসপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, যুব সমাজের শক্তি ও সম্ভাবনাই দেশের সবচেয়ে বড় সম্পদ। তাদের দক্ষ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

3 hours ago
5









English (US) ·