নিহত আবুল কালামের স্ত্রী মেট্রোরেলে চাকরি পাচ্ছেন

4 hours ago 6
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া মেট্রোরেলে চাকরি পাচ্ছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহামেদ। তিনি জানান, আইরিন আক্তার পিয়াকে প্রাথমিকভাবে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হচ্ছে। পরবর্তীতে তার অনার্স ডিগ্রি সম্পন্ন হলে অফিসার পদে উন্নীত করা হবে। গত রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে পথচারী আবুল কালাম আজাদ নিহত হন। তখন নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এদিকে ঢাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সেতু মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিব ও ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ডাকযোগে এই নোটিশ পাঠান ঢাকা জজ কোর্টের আইনজীবী এনামুল হক নবীন। নোটিশে বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে নিহত আবুল কালামের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দিতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
Read Entire Article