নুরুদ্দিন অপু মনোনয়ন পাওয়ায় দোয়া মাহফিল ও আনন্দ মিছিল

12 hours ago 8
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-আংশিক ভেদরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মনোনয়ন পাওয়ায় দোয়া মাহফিল ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে শরীয়তপুরের আলাওলপুর ইউনিয়নের জালালপুর এলাকায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি টেকপাড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়। আলাওলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফারুক সরদারের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদ। নেতাকর্মীরা বলেন, ‘মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু দীর্ঘদিন ধরে তৃণমূলের পাশে থেকে কাজ করছেন। তিনি মনোনয়ন পাওয়ায় আমরা আনন্দিত। আগামীতেও ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করতে কাজ করব।’ এতে বিএনপির যুগ্ন আহ্বায়ক মনোয়ার হোসেন ঢালীর সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক নুরু বেপারী, যুবদলের আহ্বায়ক রিপন বেপারী, কৃষকদল সভাপতি খাদেম দেওয়ানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের  নেতাকর্মীরা। অনুষ্ঠানটি ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি রেজয়ান আহমেদ রাসেল ঢালী ও  শরিফুল ইসলাম মাসুদ সরদারের ব্যবস্থাপনায় সফলভাবে সম্পন্ন হয়। উল্লেখ্য, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব। তিনি দীর্ঘদিন ধরে শরীয়তপুর-৩ আসনে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূল কর্মীদের সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
Read Entire Article