নেদারল্যান্ড পার্লামেন্টের সাধারণ নির্বাচনে মধ্যউদারপন্থী দল ডেমোক্র্যাটস ৬৬ (ডি৬৬) সর্বাধিক ২৭ টি আসন পেয়ে শীর্ষে অবস্থান করছে। বুধবার (২৯ অক্টোবর) প্রকাশিত জনমত জরিপ প্রতিষ্ঠান ইপসোস আইঅ্যান্ডও এর প্রকাশিত এক্সিট পোলে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।
নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী পার্টি ফর ফ্রিডম (পিভিভি) পেয়েছে ২৫টি আসন। আর তৃতীয় স্থানে থাকা বর্তমান প্রধানমন্ত্রী মার্ক রুটের দল লিবারেল পিপলস পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্র্যাসি (ভিভিডি) ২৩টি আসন পেয়েছে।
বামপন্থী জোট গ্রোনলিংক্স–পিভিডিএ এবং খ্রিস্টান ডেমোক্র্যাটিক অ্যাপিল (সিডিএ) ২০টি ও ১৯টি আসন পেয়েছে।
নেদারল্যান্ডের সরকারি সম্প্রচার মাধ্যম এনওএস (এনওএস) জানিয়েছে, এক্সিট পোলের এক আসনের মার্জিন অব এরর এবং দুই আসন পর্যন্ত সম্ভাব্য অমিল থাকার কারণে কে সবচেয়ে বড় দল হবে, তা এখনো নিশ্চিত নয়। দেশের বিভিন্ন অঞ্চলে ভোট গণনা অব্যাহত থাকায় সরকারি ফলাফল পরবর্তীতে প্রকাশিত হবে।
এছাড়াও ছোট দলগুলোর মধ্যে ডানপন্থী জে এ ২১ বড় সাফল্য পেয়েছে। দলটিস আসন সংখ্যা এক থেকে বেড়ে নয়টি পাবার পূর্বাভাস পাওয়া গেছে। ফোরাম ফর ডেমোক্র্যাসি (এফভিডি) তিন আসন থেকে বেড়ে ছয়টিতে উন্নীত হয়েছে। তবে কৃষককেন্দ্রিক দল বুরবার্গারবেভেইং সাত আসন থেকে কমে চারটি, আর সোশ্যালিস্ট পার্টি (এসপি) পাঁচ থেকে কমে তিনটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে গত নির্বাচনে ২০ আসন পাওয়া নতুন দল নিউ সোশ্যাল কনট্রাক্ট (এনএসসি) এবারে সম্ভাব্য সব আসন হারাতে পারে বলে এক্সিট পোলের পূর্বাভাসে বলা হয়েছে।
দিনের শেষ ভাগে ভোট দেওয়া ভোটারদের অন্তর্ভুক্ত করে আরও একটি এক্সিট পোল প্রকাশিত হবে। এর ফলে আসন বণ্টনে সামান্য পরিবর্তন আসতে পারে। পূর্ণ ভোট গণনা শেষ হলে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
সূত্র : আল-জাজিরা
কেএম

12 hours ago
6









English (US) ·