কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে নাজমুল হাসান (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের ইউসুফ ভূঁইয়ার ছেলে।
স্থানীয়রা জানান, নাজমুল তার কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুরতে বের হন। একপর্যায়ে তারা কলেজপাড়ার একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলায় উঠে লুডু খেলেন। এসময় নাজমুলের মোবাইলে একটি কল আসে। তিনি ফোনে কথা বলতে বলতে ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান। পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে জেনেছি নাজমুল মোবাইলে কথা বলার সময় অসাবধানতাবশত পাঁচতলা থেকে নিচে পড়ে যান।
জাহিদ পাটোয়ারী/জেডএইচ

5 months ago
56









English (US) ·