পাকিস্তানশাসিত কাশ্মীরে নীলম নদীর উপর নির্মিত নোসেরি বাঁধের একটি গুরুত্বপূর্ণ অংশে ভারত হামলা চালিয়েছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে বুধবার (৭ মে) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সূত্রটি জানিয়েছে, স্থানীয় সময় রাত ২টার দিকে এই গোলাবর্ষণে বাঁধটির পানি গ্রহণকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিষয়টি নিয়ে মন্তব্য চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন। তবে এখন পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আরও পড়ুন>>
- পাকিস্তানের ২৪ স্থাপনায় হামলা চালিয়েছে ভারত
- পাকিস্তানে ভারতের হামলার নাম ‘অপারেশন সিঁদুর’ কেন?
- ভারত-পাকিস্তান সংঘাত, কী বলছে বিশ্ব
নীলম নদী সিন্ধু নদী ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা পাকিস্তান ও উত্তর ভারতের কোটি মানুষের জীবিকা ও কৃষি নির্ভরতার অন্যতম ভিত্তি। সিন্ধু নদী তিব্বতে উৎপত্তি হয়ে চীন ও ভারতশাসিত কাশ্মীর পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করে।
গত মাসে ভারতশাসিত কাশ্মীরে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। এরপরই ভারত সিন্ধু পানিচুক্তি স্থগিত করে। এই চুক্তির মাধ্যমে সিন্ধু নদী ব্যবস্থা থেকে পানিবণ্টনের বিষয়টি নিয়ন্ত্রিত হয়ে আসছিল।
ইসলামাবাদ আগেই সতর্ক করে বলেছে, পাকিস্তানের প্রাপ্ত পানি সরবরাহ বন্ধ বা তার গতিপথ পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা তারা যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করবে।
এর মধ্যে, বুধবার ভোরে পাকিস্তানের একাধিক স্থানে হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে। এতে পাকিস্তানে ২৬ জন এবং ভারতশাসিত কাশ্মীরে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
কেএএ/

5 months ago
118









English (US) ·