পালকিতে পূজা চেরি, বরণ করলেন চঞ্চল–নিশো
চার বেহারার কাঁধে পালকি দুলছে—তার ভেতরে শাড়িতে সেজে বসে আছেন চিত্রনায়িকা পূজা চেরি, যেন একেবারে নববধূ। তাকে বরণ করে নিতে দাঁড়িয়ে আছেন দুই জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। চারপাশে কৌতূহলী দৃষ্টি, ক্যামেরার ফ্ল্যাশ, উৎসবের আমেজ। দৃশ্যটা যেন সিনেমার কোনো ফ্রেম, অথচ এটি ছিল বাস্তব আয়োজন—রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এর মহরত অনুষ্ঠান।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয় ছবিটির মহরত। দীর্ঘ প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছেন নির্মাতা রেদওয়ান রনি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমা নিয়ে তিনি বললেন, বাস্তব জীবনের একটি গল্প থেকে অনুপ্রাণিত হয়ে ‘দম’ তৈরি করছি। এখানে রোমাঞ্চ, আবেগ আর সামাজিক বাস্তবতার মিশেল থাকবে। দর্শক সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা পাবেন।’
চঞ্চল চৌধুরী ও আফরান নিশো প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন এই ছবিতে। ঘোষণার পর থেকেই শোবিজপাড়ায় ছিল প্রশ্ন—নায়িকা কে? নানা গুঞ্জনের পর অবশেষে নিশ্চিত হলো, তাদের সঙ্গে অভিনয় করছেন পূজা চেরি।
সিনেমাটি আসন্ন ঈদুল ফিতর কেন্দ্র করে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে। বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, জর্দান ও কাজাখস্তানের মনোরম লোকেশনে হবে শুটিং।
পালকিতে আগমনের সেই ভিন্নধর্মী আয়োজন যেন ‘দম’-এর গল্পের প্রতীক হয়ে উঠেছে—এক নতুন যাত্রার ইঙ্গিত। গ্ল্যামার, গল্প আর গুণের মিশেলে চঞ্চল–নিশো–পূজার এই নতুন রসায়ন বড় পর্দায় কেমন দম দেখায়, তা দেখার অপেক্ষায় এখন দর্শক।

8 hours ago
7









English (US) ·