পিএসএল চ্যাম্পিয়ন হতে লাহোরের প্রয়োজন ২০২ রান

5 months ago 20

 

রিশাদ হোসেনদের হাতে কী পিএসএল শিরোপা উঠবে? এ প্রশ্নের জবাবটা একটু জটিলই করে ফেললো কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। কারণ, লাহোরের গাদ্দাফি স্টেডিয়মে পিএসএল ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২০১ রানের বিশাল স্কোর গড়ে তুলেছে কোয়েটা।

বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেনই শুধু ফাইনালে খেলার সুযোগ পেয়েছেন। কিন্তু আজকের ফাইনালে বেশ খরুচে বোলার ছিলেন তিনি। ৪ ওভারে ৪২ রান দিয়ে মাত্র ১টি উইকেট নেন রিশাদ। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ছিলেন কিছুটা কৃপণ। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।

এছাড়া লাহোর কালান্দার্সের বকি বোলাররা অনেক বেশি খরুচে ছিলেন। সালমান মির্জা ৪ ওভারে দেন ৫১ রান। হারিস রউফ দেন ৪১ রান। সিকান্দার রাজা দেন ৪৩ রান।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই সউদ শাকিলের (৪) উইকেট হারালেও পরের ব্যাটাররা বেশ ভালোভাবেই দাঁড়িয়ে যায়। ৪৩ বলে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন হাসান নওয়াজ। ২৯ রান করেন অভিষেক ফার্নান্দো, ২৮ রান করেন ফাহিম আশরাফ, ২২ রান করেন রাইলি রুশো।

আইএইচএস/

Read Entire Article