পুলিশি তৎপরতায় ধানুশ-রজনীকান্ত

2 days ago 8
তামিল সুপারস্টার রজনীকান্ত ও ধানুশের বাড়িতে বোমা হামলার হুমকি, এমন খবরেই যেন থমকে গেছে গোটা চেন্নাই। সেই সঙ্গে এক রাজনীতিবিদের বাসভবনকেও একই হুমকির তালিকায় রাখায় চাঞ্চল্য আরও বেড়েছে বহুগুণে। ইতোমধ্যেই দুই তারকার বাড়িতে জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা, চলছে টানা তল্লাশি অভিযান। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি তামিলনাড়ু পুলিশের মহাপরিদর্শকের (ডিজিপি) দপ্তরে পাঠানো এক ইমেইলে দাবি করা হয়, তাদের বাড়িতে বিস্ফোরক রাখা হয়েছে। ইমেইল পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর বোমা নিষ্ক্রিয়করণ দল ও অনুসন্ধানী স্কোয়াড রজনীকান্ত, ধানুশ ও ওই রাজনীতিকের বাড়ি তল্লাশি চালায়।  কয়েক ঘণ্টা তল্লাশি শেষে পুলিশ জানায়, কোথাও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। নিরাপত্তা কর্মকর্তারা ধারণা করছেন, এটি ছিল একটি ভুয়া হুমকি। এর আগে অক্টোবরে অভিনেত্রী ত্রিশা কৃষ্ণন, রাজনীতিক ও অভিনেতা এস ভি শেখর এবং সুরকার ইলাইয়ারাজার স্টুডিওতেও একই ধরনের হুমকি এসেছিল, যা তদন্তে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়।
Read Entire Article