রাস্তার মাঝে এক তরুণীর ওড়না ধরে টানাটানি করছিল এক যুবক। এ দৃশ্য দেখতে ভিড় করেছিল অনেকে। কিন্তু কেউই ওই তরুণীকে উদ্ধারে এগিয়ে আসেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা।
ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, রাতের অন্ধকারে প্রকাশ্যে রাস্তায় এক তরুণীকে উত্ত্যক্ত করছে এক যুবক। টানাটানি করছেন ওড়না ধরে। চেষ্টা করছেন হাত ধরারও। এ সময় তার পাশে আরও কয়েকজন যুবক দাঁড়িয়ে ছিল। তাদের ঘিরে রাস্তায় মানুষের ভিড় জমে যায়, তৈরি হয় যানজট।
অনেকে দাঁড়িয়ে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করলেও তরুণীকে সাহায্যের জন্য কেউ এগিয়ে যাননি। তবে এক পর্যায়ে একজন বাইক আরোহীকে ঘটনার প্রতিবাদ করতে দেখা যায়। তিনি ওই তরুণীকে ছাড়িয়ে নিয়ে চলে যান।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গোমতীনগরে। এরপই হইচই পড়ে যায়। তবে এ ঘটনায় পুলিশ যে পদক্ষেপ নিয়েছে তাতে যে কারও চোখ কপালে উঠবে।
পুলিশ জানিয়েছে, পারিবারিক বিরোধের কারণে ওই নারী রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে নারীর ভাগ্নে তাকে বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন। এদিকে পুলিশের এমন ব্যাখ্যায় নেটিজেনদের মাঝে আরও ক্ষোভ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, ভাগ্নে কি এভাবে জোরজবরদস্তি করতে পারেন? ওড়না ধরে টানতে পারেন? আরেকজন লিখেছেন, পারিবারিক বিষয় হলেও রাস্তার ধারে এভাবে মহিলার ওড়না ধরে টানা অন্যায় এবং শাস্তিযোগ্য অপরাধ। ব্যবস্থা নেওয়া হোক।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর চোখ এড়ায়নি উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা পুষ্পেন্দ্র সরোজের। তিনি এ ঘটনায় নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

7 hours ago
9









English (US) ·