প্রিসাইডিং কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো হয়েছে : ইসি আনোয়ারুল

15 hours ago 7

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, এই নির্বাচন ঘিরে আমরা একটি শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোট আয়োজনের প্রত্যাশা করছি। প্রিসাইডিং কর্মকর্তাদের ক্ষমতা আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। যদি কোনো আসনে তারা মনে করেন ভোট গ্রহণযোগ্য নয়, তাহলে তিনি নিজ উদ্যোগেই সেই আসনের পুরো নির্বাচন স্থগিত করতে পারবেন। 

শনিবার (০১ নভেম্বর) পটুয়াখালীর কুয়াকাটায় নির্বাচন কমিশন ও জাতিসংঘের সহযোগিতায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য শুধু নির্বাচন নয়, একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা। এজন্য মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিটি কর্মকর্তা যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কোনো ধরনের পোস্টার থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।

জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আতাউর রহমান, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ ও নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (প্রশিক্ষণ) মুহাম্মদ মোখলেস হোসেন।

আরও পড়ুন : আ.লীগের ঝটিকা মিছিল, ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

Read Entire Article