অভিনয়ে সাহস দেখিয়েছেন বহুবার, কিন্তু এবার বাস্তব জীবনেই যেন সাহসী হয়ে উঠলেন প্রিয়াঙ্কা চোপড়া। সাদা টপ আর ডেনিমে সাধারণ সাজে হাজির হয়ে গলায় জড়িয়ে নিলেন আস্ত জীবন্ত সাপ। দৃশ্যটি যতটা না ভয়ংকর, ততটাই শ্বাসরুদ্ধকর। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, আর হতবাক ভক্ত থেকে অভিনেত্রী স্বামী নিক জোনাস।
সম্প্রতি প্রিয়াঙ্কা তার সোশ্যাল মিডিয়ায় সাপের সঙ্গে পোজ দেওয়া একাধিক ছবি ও একটি ভিডিও শেয়ার করেন।
প্রকাশিত সেই ভিডিওতে তার স্বামী নিক জোনাসকে মজা করে বলতে শোনা যায়, ‘তোমার এই নতুন গয়না আমার সত্যিই খুব পছন্দ হয়েছে।’ উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘ধন্যবাদ, এটা গয়না নয়, এটা সত্যিকারের সাপ।’এর প্রতিউত্তরে, প্রিয়াঙ্কা বলেন, ‘ধন্যবাদ, এটা গয়না নয়, এটা সত্যিকারের সাপ।’

স্বামী নিকের খানিকটা ভয়ের অভিব্যক্তি যখন ভিডিওতে স্পষ্ট, ঠিক সেই মুহূর্তে প্রিয়াঙ্কাকে দেখা যায় বেশ মজার ছলে বিষয়টি উপভোগ করতে। অভিনেত্রী স্বাচ্ছন্দ্যে সাপের সঙ্গে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করলেও, নিক কিন্তু এসব থেকে নিজেকে দূরেই রাখলেন।
প্রিয়াঙ্কা তার অনুরাগীদের জন্য সাপের সঙ্গে তার পুরোনো কিছু ছবিও শেয়ার করেছেন। যার মধ্যে একটিতে তার গলায় হলুদ অজগর ঝুলতে দেখা যায়, আর অন্য একটি ছবিতে ছিল কালো রঙের সাপ। একটি ছবিতে আবার অভিনেত্রীকে হাতে কোবরা ধরে থাকতেও দেখা যায়। এসব দেখেই বোঝা যায়, সাপের প্রতি প্রিয়াঙ্কার কোনো ভয়ই নেই।

9 hours ago
5









English (US) ·