ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের বিপিএল খেলা নিয়ে এলো নতুন সিদ্ধান্ত

18 hours ago 7

স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযুক্ত হিসেবে নাম আসা খেলোয়াড়, কর্মকর্তাদের আসন্ন বিপিএলের বাইরে রাখা হবে। প্রথমে এমন সিদ্ধান্ত নিলেও সেটিতে এসেছে পরিবর্তন। 

সিদ্ধান্ত ছিল, বিপিএলে কোন কোন ক্রিকেটারদের দলে নিতে পারবে দলগুলো তা অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফিক্সিংয়ে অভিযুক্ত কোচ–কর্মকর্তারাই কেবল আসন্ন বিপিএলে অংশ নিতে পারবেন না। তবে অভিযুক্ত খেলোয়াড়েরা থাকবেন ড্রাফটে। এমনকি তাদের খেলতেও নেই বাধা। পারফরম্যান্সের ভিত্তিতে বিপিএলের পরবর্তী আসরে খেলতেও পারবেন তারা।

গভর্নিং কাউন্সিলের এক কর্মকর্তা জানান, অনেকের বিরুদ্ধে অভিযোগ পুরোপুরি প্রমাণিত না হওয়ায় আরও তদন্ত প্রয়োজন। অভিযোগ পুরোপুরি প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত ওই সব ক্রিকেটাররা বিপিএল খেলতে পারবে। বিসিবির দুর্নীতি দমন বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শালও একই রকম পরামর্শ দিয়েছিলেন। 

বিপিএলে অভিযুক্ত ক্রিকেটাররা খেলতে পারলেও তাদের ওপর বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের ওই কর্মকর্তা। তার ভাষায়, খেলোয়াড়দের গতিবিধি থেকে শুরু করে ফোন—সবই থাকবে নজরে।

Read Entire Article