ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে : বাবুল

5 hours ago 9

আগামী জাতীয় নির্বাচনে ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে। নির্বাচন নিয়ে কোনো ধরনের কালক্ষেপণ বা টালবাহানা জনগণ আর মেনে নেবে না।

বুধবার (৫ নভেম্বর) দুপুর ৩টার দিকে সদরপুর উপজেলা চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বাবুল বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণ প্রস্তুত। দেশে যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে বিএনপির প্রার্থীই বিজয়ী হবে—এটা জনগণ জানে, সরকারও জানে।

তিনি বলেন, জনগণ মামলা-হামলা ও নির্যাতনের রাজনীতি আর চায় না। দেশের মানুষ শান্তি, ন্যায়বিচার ও সুষ্ঠু নির্বাচন চায়।

পথসভায় আরও উপস্থত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. কিবরিয়া স্বপন, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা প্রমুখ।

Read Entire Article