ফেসবুকে যুক্ত হলো আরেকটি নতুন রিয়েকশন 

5 hours ago 5

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা এখন কয়েকশ কোটি। নিয়মিত আপডেট ও নতুন ফিচারের কারণে এ প্ল্যাটফর্মটি সবসময়ই ব্যবহারকারীদের আগ্রহের কেন্দ্রে থাকে। তবে অনেক সময় নতুন ফিচারগুলো এতটাই নীরবে যুক্ত হয়, বেশিরভাগ ব্যবহারকারী তা টেরই পান না।

এবার ব্যবহারকারীদের জন্য আরেক নতুন ফিচার নিয়ে এলো ফেসবুক। ফেসবুক তাদের মোবাইল অ্যাপে পরীক্ষামূলকভাবে চালু করেছে ‘ডিসলাইক’ বাটন। যদিও ফিচারটি এখনও সবার জন্য উন্মুক্ত হয়নি, তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

কী নতুন আঝে ফেসবুকে ‘ডিসলাইক’ বাটনের 

ফেসবুকের মোবাইল অ্যাপ আপডেটের পর অনেক ব্যবহারকারী এখন নতুন ‘ডিসলাইক’ বাটন দেখতে পাচ্ছেন, যার মাধ্যমে মন্তব্যে বা কমেন্টে বক্সে রিয়েকশর বাটনে চাপ দিয়ে সহজেই বিরূপ প্রতিক্রিয়া জানানো যাবে। শুরুতে ফেসবুক নিচের দিকে তীরচিহ্নযুক্ত একটি “Annoying” বাটন পরীক্ষামূলকভাবে চালু করেছিল। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেটির নাম বদলে আরও পরিচিত শব্দ ‘Dislike’ রাখা হয়।

তবে ‘ডিসলাইক’ ফিচারটি এখনো ফেসবুকের ওয়েব সংস্করণে চালু হয়নি। এটি কেবল মোবাইল অ্যাপেই দেখা যাচ্ছে। আবার সব মোবাইল ফোনেও ফিচারটি দৃশ্যমান নয়। মেটার পক্ষ থেকেও এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। 

প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, ফেসবুক প্রথমে সীমিত সংখ্যক ব্যবহারকারীর কাছে ফিচারটি পরীক্ষামূলকভাবে দিচ্ছে, প্রতিক্রিয়া পর্যবেক্ষণ শেষে ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত করবে।

তবে অনেকের মনে প্রশ্ন কেন এলো এই ‘ডিসলাইক’ বাটন

দীর্ঘদিন ধরে প্রতিবাদ, অসন্তোষ বা অসম্মতি প্রকাশের জন্য একটি স্পষ্ট বিকল্প চেয়ে আসছিলেন ব্যবহারকারীরা। ‘লাইক’ বা অন্যান্য রিয়েকশন সাধারণত ইতিবাচক অনুভূতি প্রকাশ করে; কিন্তু সব পোস্ট বা মন্তব্য যে আনন্দ, সহমত বা সমর্থনের যোগ্য, তা নয়। তাই নতুন করে যুক্ত হলো এই ফিচার। 

Read Entire Article