ফ্লাইওভারের নিচে যুবকের মরদেহ

1 day ago 12

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার ফ্লাইওভারের নিচে রাস্তার পাশে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ নভেম্বর) সকালে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি হারুনুর রশিদ কালবেলাকে বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে দেখা গেছে, অজ্ঞাতপরিচয়ের এক যুবকের মরদেহ রাস্তায় পড়ে আছে। শরীরে আঘাতের চিহ্ন এবং রক্ত লেগে ছিল।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটিকে অন্য কোথাও হত্যা করে মরদেহটি এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা করছে পুলিশ।

Read Entire Article