কুড়িগ্রামের রৌমারীতে জিঞ্জিরাম নদীর তীব্র স্রোতে ৩ লাখ টাকা ব্যয়ে সদ্য নির্মিত কাঠের ব্রিজটি ভেঙে গেছে। এতে করে ওই ব্রিজ দিয়ে যাতায়াতকারী ১১টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ উপজেলা শহর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকায় অবস্থিত সেতুটি ভেঙে গেলে ভোগান্তিতে পড়েন পথচারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ২০২৪ সালে জিঞ্জিরাম নদীর ওপর কাঠ-বাঁশ দিয়ে ব্রিজটি তৈরি করা হয়। নদীর অব্যাহত স্রোতে অল্প কয়েকদিনের মাথায় সেতুটি নড়বড়ে হয়ে পড়ে। তারপরও ওই সেতুর ওপর দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যাতায়াত করছিলেন ওই এলাকার বাসিন্দারা। বর্তমানে ব্রিজটি ভেঙে পড়ায় বিড়ম্বনায় পড়েছেন তারা।
ওই এলাকার সোহেল রানা ও মোজাফ্ফর আলী বলেন, টানা বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের ঢলের কারণে জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি পেয়ে তীব্র স্রোত সৃষ্টি হয়। স্রোতের কারণে ব্রিজটি নড়বড়ে হওয়ার ফলে ভেঙে যায়। এতে আমাদের চলাচলে সমস্যা হচ্ছে। দ্রুত ব্রিজটি সংস্কার করার দাবি জানাই।

রৌমারি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন জানান, ব্রিজটি পরিদর্শন করেছি। উজান থেকে আসা তীব্র স্রোত ও কচুরিপানার চাপ থাকায় ব্রিজটি ভেঙে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী বলেন, নদীর পানি বাড়ায় স্রোতের চাপে ব্রিজটি ভেঙে পড়েছে। এতে মানুষের যাতায়াত বাধাগ্রস্ত হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বলেন, সেতুটি মেরামতের জন্য ওই ইউনিয়নের চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে সেতুটি মেরামত করা হবে।
এফএ/জিকেএস

5 months ago
66








English (US) ·